মাধবপুরে ফারুক হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৭:৪৮ পিএম
মাধবপুরে ফারুক হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে  কৃষক ফারুক হত্যা মামলার দুই আসামী  ১মোহাম্মদ আলী @ রুবেল(৩২)ও  বিধান কর্মকারকে (৩৫),  গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।গ্রেপ্তার দুই আসামী আজ বিকেলে  হবিগঞ্জ বিচারিক আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,

বহরা ইউনিয়নের  রসুলপুর গ্রামের মোঃ নাজির আহাম্মেদ ছেলে মোহাম্মদ   আলী @ রুবেল(৩২), বুল্লা ইউপি    মৃত মতি লাল কর্মকারের ছেলে বিধানকার (৩৫),  পাওনা টাকার জেরে আফজালপুর গ্রামের কৃষক মোঃ ফারুক মিয়া (৫৩) এর নৃশংসভাবে হত্যা করে।। উল্লেখ্য শুক্রবার দুপুরে বহরা ইউনিয়নের মনতলা কলেজের পূর্বদিকে দিঘীরপাড় বাঁশঝাড়ের ভেতর অর্ধগলিত লাশটি পাওয়া যায়। নিহত ফারুক মিয়া বহরা ইউনিয়নের আফজালপুর গ্রামের মৃত ছায়েব আলীর ছেলে।মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ মরদেহ উদ্বার করে 

নিহতের ছেলে আতিকুলের  অভিযোগ পূর্ব বিরোধের জেরে তার পিতাকে মারা হয়েছে।আতিকুল জানান,গত ১৩ মে বাড়ি থেকে বের হওয়ার পর মনতলা  বাজার এলাকা থেকে তিনি নিখোঁজ হন।নিখোঁজের পর তিনি ১৪ মে মাধবপুর থানায় একটি নিখোঁজ জিডি করেন।মনতলা তদন্ত কেন্দ্রের এস অনজন কুমার তালুকদার নিখোঁজ জিডির তদন্ত করছিলেন।এর মধ্যে আজ শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন মনতলা কলেজের পূর্বদিকে দিঘীর পাড় নামক স্থানে একটি বাঁশঝাড়ে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফারুকের লাশ শনাক্ত করেন।ফারুকের ছেলে আতিকুলের অভিযোগ পূব বিরোধের জেরে তার পিতাকে হত্যা করা হয়েছে।তিনি এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করেছেন

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে