ভূঞাপুর ভূমি মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : : | প্রকাশ: ২৪ মে, ২০২৫, ০৭:৫২ পিএম
ভূঞাপুর ভূমি মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

আধুনিক বাংলাদেশ বিনির্মাণে ও জনবান্ধব ভূমি সেবা জনসাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের ভূঞাপুরে অনুষ্ঠিত হবে ৩ দিন ব্যাপী ভূমি মেলা।শনিবার বিকেলে ভূঞাপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলাম। 

এ উপলক্ষে  ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত এক ভূমি মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান।

সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলাম  বলেন, ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই আলোকে দেশের মানুষ বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, ভিপি নবায়ন সম্পন্নসহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম আনলাইনের মাধ্যমে ঘরে বসেই সম্পাদন করতে পারছেন। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে