পাকিস্তান ভারি বৃষ্টিতে অন্তত ১৩ মৃত্যু, আহত ৯২

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ১২:২৬ পিএম
পাকিস্তান ভারি বৃষ্টিতে অন্তত ১৩ মৃত্যু, আহত ৯২

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন অংশে শনিবার ভারি বৃষ্টি পাত হয়। আর এই বৃষ্টিপাত কেন্দ্র করে অন্তত ১৩ জনের মৃত্যু এবং আহত ৯২ জনের খবর পাওয়া গেছে।

পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) দেওয়া তথ্যের বরাতে ডন ডটকম এর প্রকাশিত তথ্য অনুযায়ী, “লাহোরে তিনজন, ঝিলমে দুইজন এবং একজন করে মৃত্যু হয়েছে রাওয়ালপিন্ডি, শেখুপুরা, নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাং-য়ে।”

তথ্য বলছে, “লাহোরে তিন মৃত্যুর ঘটনা ঘটেছে বৃষ্টির সময় দেয়াল ধসে ও বজ্রপাতে। এসব ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। ঝিলমে দুইজনের মৃত্যু হয়েছে দেয়াল ধসে ও বজ্রপাতে। এখানে এসব ঘটনায় ও উড়ে আসা সোলার প্যানেলের আঘাতে আরও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ছয়জন নারী। রাওয়ালপিন্ডিতে বজ্রপাতের মধ্যে দেয়াল ধসের ঘটনায় একজন নিহত ও একটি শিশুসহ ১১ জন আহত হয়েছেন। বাকি অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে প্রবল বৃষ্টির মধ্যে দেয়াল ধসে ও বজ্রপাতে। মুরিতে বৃষ্টির মধ্যে চলন্ত গাড়ি ছিটকে পড়ে দুইজন আহত হয়েছেন। শেখুপুরায় ঝড়বৃষ্টির মধ্যে স্থানীয় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিক নিহত ও আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ ও আহতদের উদ্ধার করে শেখুপুরা জেলা হাসপাতালে পাঠানো হয়।”

প্রকাশিত এক প্রতিবেদনে পিডিএমএ ঝড়ে পুরো পাঞ্জাবজুড়ে হওয়া ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেছে। হতাহতের অনেক অনিরাপদ জায়গায় আশ্রয় নেওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছে বলে জানিয়েছে তারা। ঝড়বৃষ্টিতে মাটির তৈরি ও জরাজীর্ণ কিছু বেশ কিছু ঘরবাড়ি ধসে পড়েছে।