নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাটে ব্যাপক উৎসবমুখর পরিবেশে দোকান-মালিক বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দীর্ঘ ১৭ বছর পর সমিতির সদস্যরা ভোটের মাধ্যমে তাদের পরিচালনা পরিষদ নির্বাচিত করতে পেরে খুবেই আনন্দিত। ওই নির্বাচনে সভাপতি হয়েছেন একরামুল হক আনোয়ার, সহ-সভাপতি হয়েছেন আবদুল আহাদ সোহাগ, সাধারণ সম্পাদক হয়েছেন আবু জাহেদ।
সোমবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট দোকান- মালিক সমিতির অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। এরপর বিকালে ফলাফল ঘোষণা করা হয়। বসুরহাট দোকান-মালিক সমিতির নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মনির হোসেন, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন স্মৃতি প্রভা নন্দী এবং কবিরহাট উপজেলা সমবায় অফিসার নুর মোহাম্মদ।
এসময় ভোট দিতে এসে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর সভাপতি আবদুল মতিন লিটন সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর এমন একটি সুন্দর নির্বাচন হচ্ছে। যেখানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। কেউ তাদেরকে বাধা দিচ্ছেন না। উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী এবং কবিরহাট উপজেলা সমবায় অফিসার নুর মোহাম্মদ বলেন, নির্বাচনকে ঘিরে পুরো এলাকায় এক আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীদের প্রত্যাশা, এমন সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে সমিতির কার্যক্রম আরও বেগবান হবে। এরআগে দুপুরে উপজেলা বিএনপি’র সাধারণ সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন সমিতিতে ভোট দেওয়ার সময় নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন।