ভূঞাপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) :
| আপডেট: ২৫ মে, ২০২৫, ০৪:০৯ পিএম | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৩:৩১ পিএম
ভূঞাপুরে  ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি। নিজের জমি সুরক্ষিত রাখি,  এই স্লোগানে  টাঙ্গাইলের ভূঞাপুরে  ৩ দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার ভূঞাপুর উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এ মেলাটির উউদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার, মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান।  সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছোবাহান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, সমাজসেবক চাঁদ মিঞা, শ্রমিক দল নেতা আলমগির তালুকদার।

এ উপলক্ষে  ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত  উপজেলা ভূমি অফিসসহ এর আওতাধীন ৬ টি ইউনিয়ন ভূমি অফিসেও একযোগে  এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ভূমি মন্ত্রণালয়ের ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে জনগণের নিকট পৌঁছানোর জন্য নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। তারই আলোকে  বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর,   সকল করণিক ভুলের সংশোধন, সপ লাইসেন্স বা চান্দিনা ভিটি নবায়ন, সেবা বূথে হোল্ডিং খোলার আবেদন, ভিপি নবায়ন সম্পন্নসহ ভূমি সংক্রান্ত নানা কার্যক্রম বিষয়ে সেবা দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মচারী-কর্মকর্তাসহ ভূঞাপুর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে