চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র রামদা,কিরিচ ও নগদ অর্থসহ এক যুবকে আটক করেছে। তার নাম জুবায়ের আরেফীন প্রকাশ ছোটন(২৮)। সে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন ৭নং ওয়ানডের নগরপাড়া এলাকার আবু জাফরের ছেলে। চন্দনাইশে ক্যাপ্টেন ইফতিশান জাওয়াদ রিয়াদের নেতৃত্বে সেনা বাহিনী তাকে আটক করে পরে চন্দনাইশ থানার পুলিশ হস্তান্তর করেন। এ ছাড়াও আটককৃত জুবায়ের আরেফীন ছোটনের বিরুদ্ধে মাদক এবং নারী নির্যাতন মামলার আসামি বলে জানান চন্দনাইশ থানার ইনচার্জ নুরুজ্জামান। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।