ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার ভুমি সেবা সপ্তাহ-২০২৫খ্রি. এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর ভুমি অফিসের সামনে গোল ঘরে সেবা সপ্তাহর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ রোজিউল্লাহ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। “নিয়মিত ভুমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সালাম মোল্যা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, আবুল কালাম, স্থানীয় গন্যমান্য নজরুল ইসলাম শিকদার ও আক্রাম হোসেন প্রমূখ।
বক্তারা, ভুমি সেবা সম্পর্কিত অনলাইন জটিলতা বিষয়ে এবং ভুল তথ্য সংশোধনের উপর জোর দেন। সেই সাথে উপজেলা চরাঞ্চলের সব জমির খাজনা চালু করার জন্য সংশ্ষ্টিদের প্রতি দাবী জানান। এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি জমির খাজনা পরিশোধ করার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।