পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীকে অর্থ সহায়তা প্রদান করেছেন। রবিবার ২৫ এপ্রিল দুপুরে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ী পাংশা বারেক মোড় এলাকার ফাতেমা ফার্নিচারের মালিক মো হারুনার রশিদ উপজেলা নির্বাহী অফিসারের নিকট থেকে সহায়তার ২৫ হাজার টাকার চেক গ্রহণ করেন।
উল্লেখ্য পহেলা মে রাত ১০:৩০ মিনিটে পাংশা বারেক মোড় এলাকার ফাতেমা ফার্নিচারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ী হারুনার রশিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সূত্রমতে, আনুমানিক ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ী হারুনার রশিদ বলেন, অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি। ব্যাংকের লোন আছে। ইউএনও স্যার আমার বিপদে এগিয়ে এসেছেন। আমি কৃতজ্ঞ। সবাই সহযোগিতা করলে আমি ক্ষতি কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ।