ঈদুল আযহা উপলক্ষে

সাটুরিয়ায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৪:১৬ পিএম
সাটুরিয়ায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ

ঈদুল আযহা উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় দুঃস্থদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকাল ১১ টার দিকে বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্তরে বক্তব্য রাখেন ইউনিয়ন চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের প্রশানিক কর্মকর্তা মো. আসাদুজ্জামান রিপন, বিএনপি নেতা রফিক মল্লিক, বালিয়াটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জুয়নুল আবেদীনসহ আরও অনেকেই। পরে বালিয়াটি ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে ৬৭৬ দুঃস্থ নারী ও পুরুষের মাঝে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এসময় ইউপি সদস্য সদস্যা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।