জলবায়ু পরিবর্তনের টেকশই সামাধন নিশ্চিত করার জন্য পদক্ষেপ(একসেস)প্রকল্পের অবহিত করণ সভা ২৫ মে(রোববার) বেলা ১১ টায় উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্টিত হয়। উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানী। প্রকল্পের এ্যাডভোকেসী নেটওয়ার্কিন অফিসার ফয়সাল মন্ডলের সঞ্চলনায় সভায় বক্তৃতা করেন ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম, আব্দুর সবুর মিস্ত্রি, আবু হাসান, রেজাউল করিম (কারিম),অশোক কুমার শীল, মোস্তাফিজুর রহমান,মিতা রানী মন্ডল, ইরানী খাতুন, উত্তরণের ওয়াস প্রকল্পের দিপন মুখার্জী, প্রজেক্ট অফিসার তানিয়া খাতুন, প্রকল্পের নুসরাত জাহান, আরাফাত হোসেন মেহেদী হাসান টিটু প্রমুখ। সভায় জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।