কুষ্টিয়ায় ভূমি মেলার উদ্বোধন

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৪:৪৮ পিএম
কুষ্টিয়ায় ভূমি মেলার উদ্বোধন

নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কুষ্টিয়া সদর উপজেলা ভূমি অফিস এ ভূমি মেলার আয়োজন করেছে।

আজ রোববার (২৫ মে) সকাল দশটায় কুষ্টিয়া সদর ভূমি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫-২৭ মে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়। পরে ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে  কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা প্রশাসনের সহকারি কমিশনার মুমতাহিনা পৃথুলা, জেলা রেজিস্টার গাজী মুহাম্মদ আব্দুল করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুফি মোঃ রফিকুজ্জামান, জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক বাচ্চুসহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণ সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে