দাকোপে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৪:৫০ পিএম
দাকোপে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

দাকোপে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্যে নানা আয়োজনে ৩ দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন হয়েছে।

রোববার সকাল ১০ টায় মেলা উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি দাকোপ উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীরের সভাপতিত্বে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আসমত হোসেন। আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, দাকোপ প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আঃ সবুর। সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হক, মুকুন্দ কুমার রায়, ইকবাল হোসেন, ওয়াহিদ মুরাদ, উপজেলা ভূমি অফিসের মোঃ মোসাদ্দেদ হোসেন, মোঃ আকতারুজ্জামান, উজ্জল কুমার বাইন, মোঃ কামরুল ইসলাম, মিজানুর রহমানসহ দাকোপ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে