কুড়িগ্রামের চিলমারীতে কোরবানির পশুর হাটে বেচা-কেনা জমে উঠেছে। উপজেলা সবচেয়ে বড় পশুর হাট জোড়গাছে গরু, মহিষ, ছাগল ও ভেড়া ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়ছে। বাজারে সব ধরনের গরু থাকলেও ছোট সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। জোড়গাছ হাট ব্রহ্মপুত্র নদ তীরবর্তী হওয়ায় চরাঞ্চল ও রৌমারী, রাজীবপুর, সানন্দবাড়ি এলাকা থেকেও গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রচুর আমদানি হয়। গরু মহিষ বিক্রির পাশাপাশি ছাগল ও বিক্রি হচেছ। দূর-দূরান্ত থেকে অনেক পাইকর এসে গরু, মহিষ, ছাগল ক্রয় করে বেশি লাভের আসায় ট্রাক বোঝাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাচ্ছেন। গতকাল রবিবার সরেজমিনে হাটে গিয়ে দেখা যায় ছোট সাইজের গরু সত্তর থেকে আশি হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের গরু একলাখ থেকে দেড় লাখ টাকায় আর বড় সাইজের গরু তিন লাখ থেকে পাঁচ লাখ টাকায় বিক্রি হচ্ছে। মহিষ বিক্রি হচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকায়। গরু বিক্রেতা আব্দুল মজিদ জানান, একটি গরু নব্বই হাজার টাকায় বিক্রি করেছেন আর অন্য দুইটি বড় সাইজের গরু এর মধ্যে একটি তিন লাখ টাকা বিক্রি করেছি। অন্যটি দরদাম হচ্ছে। আব্দুল মজিদের দাবী গত বছরের চেয়ে এবারে তুলনামূলকভাবে দাম কিছুটা কম। ক্রেতারা বলছেন গতবছরের চেয়ে পশুর দাম এবারে একটু বেশি। উলিপুর উপজেলা থেকে গরু কিনতে আসা মমিনুল ইসলাম জানান, গত বছরের চেয়ে এ বছর গরুর দাম একটু বেশি। সব মিলিয়ে জোড়গাছ হাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভীড়।