পিরোজপুর কৃষি বিভাগে দুর্নীতির বিরুদ্ধে কৃষকদলের মানববন্ধন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৬:৪৫ পিএম
পিরোজপুর কৃষি বিভাগে দুর্নীতির বিরুদ্ধে কৃষকদলের মানববন্ধন

পিরোজপুর জেলা কৃষি সমপ্রসারণ বিভাগের দুর্নীতি ও অনিয়ম এবং দোষীদের বিচারের দাবিতে পিরোজপুর জেলা কৃষকদল মানববন্ধন করেছে । আজ রোববার দুপুরে পিরোজপুর সদর উপজেলা চত্বরে এ মানববন্ধন রচিত হয়। মানববন্ধনে পিরোজপুর জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষকদলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সমপাদক আক্তার লায়ন হোসেন সেন্টু, সহ-সাংগঠনিক সমপাদক মোঃ মহসিন, পিরোজপুর পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান মাসুম, জেলা কৃষক দলের  সাধারণ সমপাদক হাবিব খান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক তানজিদ রশিদ বাপ্পি, জেলা কৃষক দলের সাংগঠনিক সমপাদক মিজান শেখ, সদর উপজেলা কৃষকদলের সভাপতি আতিকুর রহমান পারভেজ। 

বক্তারা বলেন কৃষকরা জাতির মেরুদন্ড। বাংলাদেশের প্রায় ৮২ ভাগ মানুষ কৃষির সাথে জড়িত। তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে গত ১৭ বছর ধরে সীমাহীন লুটপাট ও দুর্নীতি করেছে পিরিজপুর জেলা কৃষি সমপ্রসারণ বিভাগ। তারা বলেন ফ্যাসিবাদের দোসররা এ দেশে এখনো ঘাপটি মেরে বসে আছে, তার উদাহরণ এই দুর্নীতিগ্রস্থ অফিসগুলো। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করুন।

আপনার জেলার সংবাদ পড়তে