গফরগাঁওয়ে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৬:৪৯ পিএম
গফরগাঁওয়ে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় ময়মনসিংহের গফরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গতকাল রোববার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।

এসময় উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, মেলায় আসা আগত দর্শনার্থী ও সেবাগ্রহিতারাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে