পিরোজপুরে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে আজ রোববার সকালে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ভূমি সংক্রান্ত সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যেন সহজে খতিয়ান, নামজারি, পর্চা ও অনলাইন সেবা সমপর্কে জানতে ও পেতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। মেলায় বিভিন্ন স্টলে ভূমি সংক্রান্ত আধুনিক সেবা, ডিজিটাল রেকর্ড যাচাই, অভিযোগ গ্রহণসহ নানা সেবা দেওয়া হচ্ছে।
মেলা আনুষ্ঠানিক শুরুর আগে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে মেলা প্রাঙ্গনে মিলিত হয়।