চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অনুষ্ঠিত গ্রাম আদালত বিশয়ক ওরিয়েন্টেশনে প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে তাগিদ দেন। তিনি তার বক্তব্যে বলেন, গ্রাম আদালত একটি সরকারী সেবা। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয় করা জরুরী। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত পরিচালনায় কোন ব্যক্তি বা গোষ্ঠী বাঁধা প্রদান করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন,গ্রাম আদালতে বাঁধা প্রদান রাষ্ট্রীয় কাজে বাঁধা প্রদান সামিল। গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও উপস্থিত সদস্যগণ এই সেবা সম্পর্কিত প্রচার প্রচারণার উদ্যোগ নিবেন।গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত কোন বিষয় স্থানীয়ভাবে বা থানায় সালিশ করা যাবে না। এটি আইনের স্পষ্টত লঙ্ঘন। গ্রামীণ প্রান্তিক জনগোষ্ঠীর বিচারিক সেবা নিশ্চিতকরণে গ্রাম আদালত কার্যকর করা প্রয়োজন। এতে এলাকার জনগণ অল্প খরচে দ্রুত বিচার পাবেন।ফলে মানুষের বিচারিক সেবা প্রাপ্তিতে হয়রানি ও উচ্চ আদালতে মামলার চাপ কমবে। গত শনিবার বোয়ালখালী উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন বোয়ালখালী উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।এতে গ্রাম আদালত আইন ও বিধি বিষয়ক সেশন পরিচালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আঁখি বড়ুয়া,ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার প্রমুখ।