চট্টগ্রামের হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ ও মেলা ২০২৫”এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) কার্যালয়ের কানুনগো বিত্তেশ চাকমার সভাপত্বিতে অফিস সহকারী আতিকুর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সদর ইউনিয়ন সহ:ভূমি কর্মকর্তা মো:রমিজ উদ্দিন।
প্রধান অতিথি'র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান বলেন, ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল ও সরাসরি সেবা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি হাটহাজারীবাসীকে আহ্বান জানাই- আপনারা সকলে এসে ফ্রি সেবা গ্রহণ করুন।”
মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত খতিয়ান উত্তোলন, নামজারি, মিউটেশন, পর্চা প্রাপ্তি, অনলাইনে আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, এ্যাডভোকেট সামশু উদ্দীন মোহাম্মদ ফারুক,সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সভাপতি শ্যামল নাথ,ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সাংবাদিক বাবলি দাশ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল মোমিন, মো:মোশারফ হোসেন,নাজির মো:বেলাল হোসেনসহ ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।