মান্দা শাখার নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

এফএনএস (নজরুল ইসলাম; মান্দা, নওগাঁ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৭:২৮ পিএম
মান্দা শাখার নিজস্ব ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁর মান্দায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) নিজস্ব ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২৫ মে) বেলা ১০টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বাশিস মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মতিন। 

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, বাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম সোরয়ার স্বপন, প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, মাস্টার এনামুল হক ও দেলোয়ার হোসেন।

বক্তারা বলেন, ‘শিক্ষকেরা সমাজ ও জাতি গঠনের কারিগর। তাদের জন্য একটি নিজস্ব ভবন অত্যন্ত প্রয়োজনীয়, যা শিক্ষক সমিতির কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করবে।’ তারা ভবন নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে