গজারিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৭:৩০ পিএম
গজারিয়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩
মুন্সিগঞ্জের  গজারিয়ায় বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে   প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ আহত  তিনজন।  
জানা যায় রবিবার দুপুর ২ টায়  রুবেলের বাড়ির সামনে গেলে দেশীয় অস্প্রসজ্জিত  হয়ে এলোপাথাড়ি ভাবে পিঠিয়ে মারাত্মক যখন করেন দুই নারীকে তারা হলো  নুরুনাহার( ৩০) জোসনা ( ৩২)কে সন্ত্রাসীরা মারাত্মকভাবে আহত করে তাদের আত্ম চিৎকারে এলাকাবাসী উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। 
তাদেরকে সন্ত্রাসী রাফিন ও আবুল সহ ১০-১২ জন তাদের উপর হামলা চালায়  জানা যায় দীর্ঘদিন ধরে তাদের সাথে অশোভনীয় আচরণ করে আসছিল এদের বিরুদ্ধে গজারিয়া থানায় কয়েকটি অভিযোগ রয়েছে। 
অভিযোগের বাদী পারভেজ বলেন সন্ত্রাসী তাদের ওপরে অতর্কিত  ভাবে হামলা চালিয়েছে পূর্বশত্রুতার জের হিসাবে দীর্ঘদিন যাবৎ একের পর এক হামলা করেছে থানায় কয়েকটি অভিযোগ তাদের বিরুদ্ধে করা আছে আজকেও ১০-১২ জন আসামি করে একটি অভিযোগ দেওয়া হয়েছে। 
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ   মো. আনোয়ার আলম আজাদ, বলেন বিষয়টি আমি শুনেছি তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে