চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। এই উপলক্ষে রোববার সকালে উপজেলা সভাকক্ষে সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে উপজেলা সভাকক্ষে ও বিআরডিবি প্রশিক্ষণ কেন্দ্রে পৃথক চার গ্র“পে ৮ টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা প্রশিক্ষণে অংশ নেন। গত
বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে: বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় বিচারিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ সেলিম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, গোমন-াপুর থানার অফিসার ইনচার্জ রইসউদ্দীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার। কোর্স কো-অর্ডিনেটর হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। এ সময় গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ উপস্থিত ছিলেন।
উল্লখ্য, পৃথক এই ৪টি গ্র“পের প্রশিক্ষণার্থীদের প্রজেক্টেরের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার সকল ধাপ দেখনো হয় এবং বিচারিক প্রক্রিয়ার উপর একটি ডেমো নাটক প্রদর্শীত হয়। আলাচনা ও ভিডিও প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীর মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়েছে।