গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে অটোরিক্সাসহ চোর চক্রের ৭ সদস্য গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। শনিবার সারাদিন ও রাতে রাঙ্গামাটিয়া এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।
ত্রিশাল থানা পুলিশ জানায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনের পাশে বাগান রাঙ্গামাটিয়া এলাকার মেসার্স রাইসা অটো এন্টারপ্রাইজ নামক গ্যারেজের সামনে হইতে চোরাই ব্যাটারীচালিত অটো ক্রয় বিক্রয় করাকালীন ৬ অটোরিক্সাসহ চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হল, রুবেল মিয়া (৩২), নবী হোসেন (৩১), আশরাফুল (২৭), হামিদুল (২০), মোকছেদুল মোমিন (১৯), কামরুল ইসলাম (২৫), শিাকিব মিয়া (২০), পিতা-গোলাম মোস্তফা। গ্রেফতারকৃত আসামীরা সবাই উপজেলার বাগান রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দ।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, আসামী রুবেল, নবী হোসেনদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্ততি, চুরির মামলা রয়েছে। এছাড়াও নবী হোসেনের বিরুদ্ধে ত্রিশাল থানায় দুইটি ডাকাতির প্রস্তুতির মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।