তারুণ্যের মহাসমাবেশ সফল করতে সিলেটে যুবদলের প্রচার মিছিল

এফএনএস (সিলেট): | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৮:১৩ পিএম
তারুণ্যের মহাসমাবেশ সফল করতে সিলেটে যুবদলের প্রচার মিছিল

আগামী ২৭ মে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ মহাসমাবেশকে সফল করতে সিলেটে প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ মে) বিকেলে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রচার মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল ও সমাবেশ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, “বিএনপি এবং তার অঙ্গসংগঠনের লাগাতার আন্দোলনের ফলে ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হয়েছিলেন। এটি তরুণদের রাজনৈতিক চেতনার প্রতীক হয়ে থাকবে। তরুণ সমাজ আর উন্নয়নের নামে প্রতারণা চায় না, তারা চায় অর্থনৈতিক মুক্তি, কর্মসংস্থান ও রাজনৈতিক অধিকার।”

তিনি বলেন, ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশে সিলেট থেকে হাজারো নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। তারুণ্যের শক্তিই পারে স্বৈরাচার রুখে দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে।

সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেন, “এই সমাবেশ হবে রাজনৈতিক ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা নির্ধারণের কেন্দ্রবিন্দু।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যাদের মধ্যে ছিলেন সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, মো. সাজ উদ্দিন সাজু, সুহেল মাহমুদ, মো. হেদায়েত উল্লাহ হিরন, মো. জুয়েল আহমদ জুবের, সাজ্জাদ হোসেন দুদু, মালেক বক্স, শাহিন আহমদ, কুতুব উদ্দিন, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, আহমদ খান জুনেদ, মো. রজব আহমদ, এম এ সালাম, জামাল আহমদ, রুবেল আহমদ, রাসেল আহমদ, মো. মিনার আহমদ প্রমুখ।

বক্তারা সমাবেশকে সফল করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে