লালপুরে তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৫, ০৮:১৫ পিএম
লালপুরে তিন দিন ব্যাপী ভূমিমেলা শুরু

নাটোরের লালপুরে তিন দিন ব্যাপী ভূমিমেলা ২০২৫ শুরু হয়েছে। রোববার (২৫ মে ২০২৫) উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির।

এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, জনসচেতনতা মূলক সভা ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরে কার্যালয় প্রাঙ্গণে মেলা চলাকালীন তাৎক্ষণিক কয়েকজন সেবা প্রার্থীকে নামজারি সম্পন্ন করে খতিয়ান ও ডিসিআর প্রদান করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মেহেদী জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নাঈম মোহাম্মদ হাসান, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও সেবাগ্রহিতাগণ।

সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির জানান, ২৫-২৭ মে পর্যন্ত তিন দিন উপজেলার সকল ভূমি অফিসে ওয়ান স্টপ সার্ভিস, জমি বিষয়ে পরামর্শ প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে