গাজীপুরের কাপাসিয়ায় ঐক্যবদ্ধ বিএনপি গড়ার লক্ষ্যে এবং নতুন আহ্বায়ক কমিটি গঠনকল্পে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে রোববার বিকালে উপজেলা সদরের মডিউল কনভেনশন সেন্টারে বিপুল সংখ্যক তৃণমূল নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুরের জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।
গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেয়র মজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।
কাপাসিয়া উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটিতে বিগত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে
ঐক্যবদ্ধ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ফ ম মমতাজ উদ্দিন রেনু, আফজাল হোসাইন, আজগর হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাশেদুল হক, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ্ রেজাউল হান্নান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ ম এমদাদুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল করিম বেপারী, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা কৃষকদলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বেপারী, ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক চাঁন মিয়া, কড়িহাতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মাস্টার, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন বিএসসি। বর্তমান উপজেলা বিএনপির অন্তর্গত ১১ টি ইউনিয়ন বিএনপির সভাপতিদের মাঝে বক্তব্য রাখেন সোলায়মান মোল্লা, নজরুল ইসলাম মোড়ল, সেলিম হোসেন আরজু, বদরুজ্জামান বেপারী, অ্যাডভোকেট লুৎফর রহমান, তৌহিদুজ্জামান তপন, বজলুর রশিদ নয়ন, মাওলানা কফিল উদ্দিন, বশির উদ্দিন বাসু, মতিউর রহমান জাফর, সাখাওয়াত হোসেন ভূঁইয়া মনসুর প্রমুখ। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মাওলানা হাবিবুর রহমান।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্'র মৃত্যুর পর তাঁর উত্তরসূরী কনিষ্ঠ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ কাপাসিয়ার বিএনপির রাজনীতির হাল ধরেন। প্রথমত তিনি কেন্দ্রীয় বিএনপির তত্ত্বাবধানে উপজেলা বিএনপির নির্বাচিত আহ্বায়ক এবং পরবর্তীতে গোপন ব্যালটে সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে গোপন ব্যালটের মাধ্যমে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছেন। সম্প্রতি গাজীপুর জেলা ব্যাপী সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে জেলার উপজেলা গুলো সহ ৯ টি ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ফলে জেলা বিএনপির আয়োজনে নতুন কমিটি গঠনকল্পে জাঁকজমকপূর্ণ ও বিপুল সংখ্যক তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।