দৌলতপুরের

মাহফুজা হত্যা মামলার আসামিরা ধরা ছোয়ার বাইরে

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ২৬ মে, ২০২৫, ০২:০৫ পিএম | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০২:০৫ পিএম
মাহফুজা হত্যা মামলার আসামিরা ধরা ছোয়ার বাইরে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোবরগাড়া গ্রামেরগৃহবধূ মাহফুজা হত্যার প্রকৃত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালও পুলিশ তাদের ধরছে না বলে অভিযোগে প্রকাশ। অভিযোগে প্রকাশ গত ২৭ শে এপ্রিল বেলা ৩ ঘটিকার সময় সংক্রান্ত বিরোধের জের ধরে মাহফুজা খাতুন (৪৬)কে আসামি আলিম বিশ্বাস, আনেরা খাতুন,বশির বিশ্বাস, সহ আরও ৭/৮ জন মিলে ধারা অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে দৌলতপুর /থানায় মাহফুজা খাতুনের পুত্র মোঃ বাপ্পি হোসেন (২২) পিতা মোঃ নাজির আলী গোবরগাড়া বাদি হয়ে গত ২৮/০৪/২০২৫ দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করে যার মামলা বং ৫২ তারিখ ২৮/০৪/২০২৫। এ মামলার এজাহার ভুক্ত এক জন আসামি কে পুলিশ আটক করলেও এজাহার ভুক্ত অন্যান্য আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছে বাদী। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে।পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে