হোসেনপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা

এফএনএস (উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০২:৫৮ পিএম
হোসেনপুরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে ৩ দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। 

এ উপলক্ষে ২৫ মে (রোববার)  বিকালে হোসেনপুর ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার  কাজী নাহিদ ইভা। তিনি বলেন, অনলাইনের মাধ্যমে ভূমি সেবাকে জনসাধারণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে সরকার নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। শহর থেকে গ্রামের প্রত্যান্ত অঞ্চলের সাধারণ মানুষ এখন থেকে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, ভিপি নবায়নসহ ভূমি সংক্রান্ত জটিল কাজ গুলো অনলাইনের মাধ্যমে মোবাইল ফোন দিয়েও ঘরে বসে করতে পারছেন। কোন দুষ্কৃতিকারী যেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে ফায়দা না লুটতে পারে সেই ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। যে কোন প্রয়োজনে ভূমি সেবা প্রত্যাশীদের সরাসরি এ্যাসিল্যান্ডের সাথে যোগাযোগ করার আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ- আল-সোহান,বিভিন্ন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ও সেবাগ্রহীতাগণ। এ মেলা চলবে আগামী ২৭ তারিখ পর্যন্ত। মেলার স্টল থেকে ভূমি সংক্রান্ত সব তথ্য ও সেবা বিনামূল্যে পাওয়া যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে