টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কৃষক-কৃষাণী প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, অতিরিক্ত কৃষি অফিসার ইসরাত জাহান শিলু। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক কৃষাণী অংশ নেন।