কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের সর্বমোট বরাদ্দের ১০,১৫৯ জন উপকারভোগীদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়েছে। সোমবার সকাল ১২ ঘটিকায় রাজিবপুর সদর ইউনিয়ন চত্বরে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস।
ভিজিএফ এর চাল বিতরণের শুরুতে ২,৫ও ৯ নং ওয়ার্ডের উপকার ভোগীদের মধ্যে বিতরণ করা হয়। প্রত্যেক উপকার ভোগী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ কেজি করে চাল পাচ্ছেন।
রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস ও চররাজিবপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার আহসান হাবিব নিজে উপস্থিত থেকে ভিজিএফ এর চাল বিতরণ করেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক প্রফেসর গোলাম মোস্তফা, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ইকবাল হোসেন, রাজিবপুর সদর ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোখলেছুর রহমান সহ আরো অনেকেই।