কয়রায় উত্তরণের প্রকল্প অবহিত করণ সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৩:২৭ পিএম
কয়রায় উত্তরণের প্রকল্প অবহিত করণ সভা

জলবায়ু পরিবর্তনের টেকশই সামাধন নিশ্চিত করার লক্ষে উত্তরনের  (একসেস) প্রকল্পের অবহিত করণ সভা  অনু্ষ্িঠত হয়েছে। সোমবার(২৬মে) বেলা ১১ টায় কয়রা সদর  ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় সভায় সভাপতিত্ব করেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। প্রকল্পের এ্যাডভোকেসী নেটওয়ার্কিন অফিসার ফয়সাল মন্ডলের সঞ্চলনায় সভায় বক্তৃতা করেন,কয়রা মদিনাবাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ সারোয়ার,জামায়াতের কয়রা সদর ইউনিয়নের আমির মোঃ মিজানুর রহমান, ইউপি সদস্য হরেনন্দ্রনাথ সরকার, শেখ সোহরাব হোসেন, আবু হোরায়রা খোকন,নাজমুচ্ছায়াদাৎ, মোস্তফা শফিকুল ইসলাম, মাসুম বিল্ল্যাহ,মিজানুর রহমান কোহিনুর, শেখ আবুল কালাম আজাদ,মূর্শিদা খাতুন, সেলিনা আক্তার, উত্তরণের এ্যাভোকেসি কর্মকর্তা ফয়সাল মন্ডল,  ডি আর-আর এন্ড ওয়াশ কর্মকর্তা দীপন মুখার্জী, প্রজেক্ট অফিসার তানিয়া সুলতানা, আরাফাত হোসেন মেহেদী হাসান টিটু প্রমুখ। এছাড়াও প্রকল্প অবহিতকরণ  সভায় জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।