ভূমি মেলা ২০২৫ সে বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালি

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৪:১১ পিএম
ভূমি মেলা ২০২৫ সে বরিশালের আগৈলঝাড়ায় র‌্যালি

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরিশাল আগৈলঝাড়া তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫'র উদ্বোধন করা হয়েছে। ভূমি অফিসের আয়োজনে সোমবার এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারিহা তানজিন। মেলা উপলক্ষ্যে উপজেলা ভূমি অফিস থেকে একটি র‌্যালি শুরু হয়ে  আগৈলঝাড়া উপজেলা চত্তর ও উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি বলেন, ভূমি ব্যবস্থাপনা সহজিকরণ করা হয়েছে। এখন মানুষ ইচ্ছা করলে ঘরে বসেই তার জমির খাজনা পরিশোধ মিউটেশনসহ নানা ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে। আগে জমি মিউটেশনের জন্য মানুষের দ্বারে দ্বারে বা ভূমি অফিসে ঘুরতে হতো ভূমি সেবা সহজীকরণের কারণে এখন আর তাদের দূরদূরান্ত থেকে ভূমি অফিসে না এসেও বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে অনেক কাজ করে নিতে পারে।

এছাড়া তিনি উল্লেখ করেন জমির মালিকরা তাদের জমির মালিকানা ঠিক রাখার জন্য প্রতিবছর সঠিকভাবে তাদের জমির খাজনা পরিশোধ করতে হবে। জমির খাজনা পরিষদ করলে যেমন নিজের জমির ঝামেলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অপরদিকে গভর্নমেন্ট রাজস্ব আদায়ের মাধ্যমে দেশের উন্নয়ন অব্যাহত রাখে তাই প্রত্যেক জমির মালিকের উচিত সঠিক সময় তাদের পরিশোধ করার মনমানসিকতা  রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা সহকারী কমিশনার ভূমি উম্মে ইমামা বানিন বলেন, জমির প্রতিটি মালিকের উচিত তাদের মালিকানা ঠিক রাখার জন্য দলিল, বায়া দলিল, বণ্টন নামা দলিল, নামজারি বা জমা ভাগ বিষয়গুলি সম্পর্কে সঠিক ভাবে জানা। ভোগান্তি এড়াতে সচেতনতার বিকল্প নেই।

তিনি উল্লেখ করেন জমির মালিক যারা আছেন তারা নিয়মিত জমির খাজনা পরিশোধ করবেন। এ  জন্য আপনার কারো কাছে যেতে হবে না ঘরে বসেই নিজের মোবাইলের মাধ্যমে আপনি খাজনা পরিষদ করতে পারবেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাকাল ইউনিয় পয়সা সহকারি ভূমি অফিসার সরদার মজিবুর রহমান, গৈলা সহকারি ভূমি অফিসার মো. রেজাউল কবির, উপ-সহকারি ভূমি অফিসার উত্তম বেপারী, সার্ভেয়ার  সাইদুর রহমান,  পেষকার নূরুজ্জামান, নাজীর সোহেল আমিন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে