চাটমোহরে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৪:১৪ পিএম
চাটমোহরে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা হয়েছে।  সোমবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।  সভায় উপজেলায় অব্যাহত গরু চুরি, মাদক,ইভটিজিং, পৌর শহরে যানজট নিরসন,ঈদের পশুর হাটে অতিরিক্ত টোল আদায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় গরু চুরি রোধে সকল ইউনিয়নে বিশেষ কমিটির গঠন করে পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে পুলিশি টহল জোরদার করারও কথা বলা হয়।  সভায় বক্তব্য দেন,সরকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার,থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম,সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম হীরা,পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাইজুল,সাবেক সভাপতি এএম জাকারিয়া, চাটমোর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আলী আহমদ ,পৌর যুবদলের আহবায়ক তানভীর জুয়েল লিখুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল আলিম,ইউপি সদস্য সাইফুল ইসলাম,পাবনা জেলা গ্রাম পুলিশ সমিতির সভাপতি আজগার আলী,ইসলামী খেলাফত আন্দোলনের চাটমের উপজেলা সভাপতি মুফতি মফিজ উদ্দিন প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে