মহেশপুরে

পার্টনার ফিল্ড স্কুলে নারীর টেকসই কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরির আহ্বান

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৪:৩১ পিএম
পার্টনার ফিল্ড স্কুলে নারীর টেকসই কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরির আহ্বান

ঝিনাইদহের মহেশপুরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।রোববার সকালে মহেশপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক কৃষাণী উদ্যোক্তা,সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের অংশীজনরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজার আক্তার। 

বিশেষ অতিথি ছিলেন, পাটনার প্রকল্পের সিনিয়ার মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, কৃষি সম্প্রসারন অফিসার সাবরিনা মুজাইন নাবিলা সহ আরো অনেকেই। অনুষ্ঠানে বক্তারা বলেন গ্রামীন নারী ও কৃষিভিত্তিক উদ্যোগে সম্পক্ত করতে পার্টনার প্রকল্প গুরুত্ব ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তন প খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের প্রকল্প সময়োপযোগী প্রাসঙ্গিক।উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা বলেন,মাঠ পর্যায়ে নারীরা এখন শুধু চাষাবাদে নয়পণ্য প্রক্রিয়া জাতকরণ, বাজারজাত ও ব্র্যন্ডিংয়েও দক্ষতা দেখাচ্ছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খাদিজা আক্তার বলেন, কৃষির পাশাপাশি পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন একে অপরের সঙ্গে সম্পর্কিত। পার্টনার প্রকল্প আমাদের নারীদের শুধু আত্মনির্ভরশীলই করেনি,তাদের নেতৃত্ব তৈরি করেছে। অনুষ্ঠানের সফল নারী উদ্যোক্তা হিসেবে ডলি খাতুন বলেন, আমি আগে শুধু বাড়ির কাজ করতাম, এখন আমার নিজের সবজি খামার আছে প্রতি মাসে ১০-১৫ হাজার টাকা আয় হয়। আয়োজকরা জানান,এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে এবং অন্যান্য ইউনিয়নের সম্প্রসারিত করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে