রাজশাহীর বাঘায় ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ মে) রাতে উপজেলার মীরগঞ্জ ও আড়ানী এলাকা থেকে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের সারোয়ার আলমের ছেলে তানভীর আলম ওরফে সাফিন (১৯) ও আব্দুল হাকিমের ছেলে রাকিব হোসাইন (২২) কে ২৪ পিচ ইয়াবাসহ মীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে আড়ানী শাহাপুর গ্রামের মৃত আজাহার ফকিরের ছেলে মানিক হোসেন ফকির (৪৯) ও মৃত ইমান শাহার ছেলে বিজয় আলী (২২) কে আড়ানী শাহাপুর এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা পৃথকভাবে নিজ নিজ এলাকায় মাদকের ব্যবসা করে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সোমবার (২৬ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।