আতাই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৫:২৯ পিএম
আতাই নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার

দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের আবালগাতী গ্রামে আতাই নদী ভঙ্গন কবলিত এলাকা গত রবিবার দুপুর ৩ টার সময় সরেজমিনে পরিদর্শন করেছেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন  গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুন্সি সোহাগ হোসেন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রুবেল শেখ, গাজীরহাট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন মিশ্র, সাংবাদিক ডাঃ সৈয়দ আবুল কাসেম, সৈয়দ জাহিদুজ্জামান, শেখ শামীমুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, আবিদ আজাদ। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাঙ্গনকবলিত পরিবারের লোকজন। এ সময় ক্ষতিগ্রস্ত লোকজনদের নদীগর্ভে বিলীন জমির মালিকানা সংরক্ষণে করণীয় নির্দেশনা দিয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন নদীভাঙ্গন রোধে আশু সকল ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে