দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত ভ্যান চালক রংপুরে নেওয়ার পথেই মারা যায়। সোমবার (২৬ মে) বেলা ১১টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে,দ্বীন ইসলাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৭০৩) যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছিলে একটি অটো ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন আহত ৯জনকে উদ্ধার করে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত অটো চালক নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুরের সাহেবউদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪৮) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যায়। এ ছাড়াও আরও ১১জন পাশ্ববর্তি হাসপাতাল,ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।