নাগেশ্বরীতে

অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৫:৫৮ পিএম
অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে আল ফালাহ্ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হত দরিদ্র তলাকপ্রাপ্ত, বিধবা ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন ও টিউবওয়েল বিতরণ করা হয়েছে। তাছাড়া প্রত্যন্ত এলাকায় মসজিদ সংলগ্ন মোক্তব নির্মান করে যাচ্ছে। বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে টিউবওয়েল স্থাপন করে যাচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আল ফালাহ্ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন মানবিক সংগঠনটি দীর্ঘদিন থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। উপজেলার হাসনাবাদ, সন্তোষপুর ও রায়গঞ্জ ইউনিয়নের দরিদ্রতম এলাকাগুলোতে তাদের অর্থায়নে উপজেলার জান্নাতি মহিলা উন্নয়ন সমিতি এই মানবিক কাজগুলোতে সার্বিক সহযোগিতা করে আসছে। এব্যাপারে জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক ফাতেমা বেগম জানান, আল ফালাহ্ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন আগামীতে এই মানবিক কাজগুলো চলমান রাখবে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে