ইন্দুরকানীতে

সৌদি ভিসার প্রলোভনে ৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৬ মে, ২০২৫, ০৭:৫০ পিএম
সৌদি ভিসার প্রলোভনে ৬ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে সৌদি আরবের ভিসার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি থেকে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কবির মাতুব্বরকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।

রবিবার (২৫ মে) রাতে ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ কবির মাতুব্বর (৪৫) কালাইয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের সামসুল হক মাতুব্বরের ছেলে।

মামলার অভিযোগে জানা যায়, পিরোজপুর জেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ লিকসন তালুকদার (৫০) তার আত্মীয় রফিকুল ইসলামের মাধ্যমে আসামি কবির মাতুব্বর ও তার ভাই জাকির মাতুব্বরের সঙ্গে পরিচিত হন। পরিচয়ের একপর্যায়ে তারা সৌদি আরবের ভিসা দেওয়ার কথা বলে লিকসন তালুকদারকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হয়ে ২০২৩ সালের ২০ জুলাই লিকসন তালুকদার ৬ লাখ টাকা নগদ প্রদান করেন, যা রফিকুল ইসলামকে সাক্ষী রেখে জাকির মাতুব্বরের মাধ্যমে কবির মাতুব্বরের হাতে তুলে দেওয়া হয়।

তারা এক মাসের মধ্যে ভিসা দেওয়ার আশ্বাস দিলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কোনো ভিসা না দিয়ে উল্টো টাকার জন্য চাপ দিলে লিকসন তালুকদারকে হুমকি ও প্রাণনাশের ভয় দেখানো হয়।

ঘটনার পর ২০২৩ সালের ১৬ অক্টোবর লিকসন তালুকদার প্রতারণার অভিযোগে কবির ও জাকির মাতুব্বরের বিরুদ্ধে পিরোজপুর জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। মামলার পর তারা বিদেশে পালিয়ে যায়। সম্প্রতি কবির মাতুব্বর দেশে ফিরে এলে গত ২৩ মে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন,প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কবির মাতুব্বরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।