মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় চারটি স্থানে এই উচ্ছেদ অভিযান চলে।
উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজীদ সরদার , সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ জেলা, বলেন মুন্সীগঞ্জ জেলার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমাতুল জান্নাত স্যারের নির্দেশনায় গজারিয়া উপজেলার ৪ টি স্থানে অভিযান পরিচালিত হয়।
তিনটি স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ এবং একাধিক চুলা ভেঙ্গে দেয়া হয়েছে। পুরোপুরি গোপনে পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে এই কারখানা চালাচ্ছে। ভুঁইফোড় প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে চালচ্ছে। তিতাস গ্যাস নারায়ণগঞ্জ জোন মেঘনা শাখা প্রকৌশলী সুরজিৎ সাহা জানান আমরা বাউশিয়া এলাকায় মানাবে পার্কের বিপরীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ সহ চুলা ভেঙ্গে দেওয়া এবং মালিকের বিরুদ্ধে থানায় এজাহার করা হয়েছে। অবৈধ চুলা কারখানা এবং সংযোগ বিচ্ছিন্ন করেন অভিযান অব্যাহত থাকবে।