খুলনার দিঘলিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ মে-২০২৫) সকাল ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে দিঘলিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার হুমায়রা পারভীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মুস্তাফিজুর রহমান, এসআই (নিঃ) মিজান, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শামসুন নাহার। এ ছাড়াও দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক নারী নির্যাতন, বাল্যবিবাহ বন্ধের জন্য আইনত সকল ধরনের ব্যবস্থা গ্রহণ, মাদকাসক্ত ব্যক্তিবর্গ, মাদক ব্যবসায়ী এবং মাদক জাতীয় দ্রব্যের সাথে জড়িত সকলকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন দাপ্তরিক কাজে নিয়োজিত সকলকে নিজ-নিজ কাজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে করা, সকল ধরণের বেআইনি কার্য হতে বিরত থাকা, বাজারে পণ্যের মূল্য ঊর্ধ্বগতি সংক্রান্ত বিষয়ে লক্ষ্য রাখা এবং ঈদকে সামনে রেখে উপজেলাস্থ খেয়াঘাট ও নগর ঘাট ফেরিতে অতিরিক্ত টোল উত্তোলনে নজরদারি বৃদ্ধির পাশাপাশি এ ধরনের অভিযোগ পেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করাসহ ভূমি দস্যুেদর বিরুদ্ধে আইনগত কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন বলে জানা যায়।