সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত মব ভায়োলেন্স, চাঁদাবাজি ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে সেনাবাহিনীর কঠোর ও দৃঢ় ভূমিকা পরিলক্ষিত হচ্ছে।
দিনাজপুর এর সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনসাধারণের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে দিনাজপুরে মোতায়েনরত সেনাসদস্যগন মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করবে বলে জানা গেছে। অবৈধ কর্মকাণ্ড ও সহিংসতার বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখা হবে বলে সেনাবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানান।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সবাইকে সেনাবাহিনীর পক্ষ হতে এক বার্তায় অনুরোধ জানানো হয়েছে।