শৈলকুপায় ‘গ্লোবাল কোম্পানি’র নিষিদ্ধ পি.জি.আর (প্লান্ট গ্রোথ রেগুলেটর) নামক কৃষি ঔষধ জব্দ করেছে প্রশাসন। মঙ্গলবার দুপুরে শৈলকূপা শহরের জালাল উদ্দীন ট্রেডার্সে অভিযান চালিয়ে২৩ কাটুন ওষুধ জব্দ করে । এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান তুষার জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শৈলকূপা শহরের মধ্যে সার ও কীটনাশক ব্যবসায়ী জালাল উদ্দীন নামের এক ব্যক্তি গ্লোবাল কোম্পানির নিষিদ্ধ পি জি আর (প্লান্ট গ্রোথ রেগুলেটর ) নামক একটি নিম্নমানের কীটনাশক ঔষধ দীর্ঘ দিন ধরে কৃষকদের কাছে উচ্চমূল্যে বিক্রি করে আসছে। এতে কৃষকরা প্রতারিত হচ্ছে। তার পরিপেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন এর সহযোগিতায় দোকানটিতে অভিযান চালিয়ে ২৩ কাটুন নিষিদ্ধ পিজিআর ওষুধ জব্দ করে তা ধ্বংস করা হয়।