দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে হারুন উর রশিদ নামের (৪৮) ভ্যান চালক নিহত এবং অন্তত ২০ বাস যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (২৬ মে) সকাল ১১ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ গোহাটি চারমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন উর রশিদ পাশ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার চকদশপুর গ্রামের সাহেব উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে বগুড়া অভিমুখে ছেড়ে যাওয়া দ্বীন ইসলাম পরিবহন বাসটি ওই স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটাররিচালিত অটোভ্যানকে ধাক্কা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এরপর স্থানীয় লোকজন আহত ৯ জনকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে ভ্যান চালক হারুন উর রশিদসহ ৪ জনের অবস্থা আশঙ্খা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভ্যান চালকের মৃত্যু হয়।
এছাড়াও আরও কমপক্ষে ১১ জন আহত যাত্রী পার্শ্ববর্তী হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে বাড়ি ফিরে যান।
ঘোড়াঘাট থানার ওসি মো নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুঘর্টনায় পর বাস চালক ও সহযোগী পালিয়ে গেছে এবং বাসটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।