মির্জাপুর ইউনিয়নের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৭ মে, ২০২৫, ০৫:৫৮ পিএম
মির্জাপুর ইউনিয়নের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা

চট্টগ্রামের  হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ ইংরেজী অর্থ বছরের =১,৯২,৬৭,০৬৮/- টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার ইউ’পি মিলনায়তনে বাজেট ঘোষনা করেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১  মোঃ জাকির হোসেন। উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউনিয়নের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। তৎ মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলার নির্বাহী অফিসার এ.বি.এম. মশিউজ্জামান। ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা বৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগন উল্লেখযোগ্য। উক্ত বাজেটে ইউপি’র নিজস্ব রাজস্ব আয় =৫৩,৭৮,০৬৮ টাকা এবং নিজস্ব রাজস্ব ব্যয় =৫০,৯৫,৬০০ টাকা ও নিজস্ব রাজস্ব উদ্ধৃত্ত =২,৮২,৪৬৮ টাকা এবং উন্নয়ন আয় =১,৩৮,৮৯,০০০ টাকা ও উন্নয়ন ব্যয় =১,৩৮,৮৯,০০০ টাকা ধরে সর্বমোট =১,৯২,৬৭,০৬৮ টাকা আয় এবং সর্বমোট =১,৮৯,৮৪,৬০০ টাকা ব্যয় দেখিয়ে রাজস্ব উদ্ধৃত্ত =২,৮২,৪৬৮ টাকা রেখে বাজেট ঘোষণা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে