সেনবাগে ভূমি মেলার সমাপনী উপলক্ষে অবহিতকরণ সভা

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৭ মে, ২০২৫, ০৬:০৬ পিএম
সেনবাগে ভূমি মেলার সমাপনী উপলক্ষে অবহিতকরণ সভা

“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি” “নিজের সম্পত্তি সুক্ষিত রাখি”  এই শ্লোলগানকে  ধারণ করে ডিজিটাল ভূমি সেবা বিষয়ে অবহিকরণ সভা ও কুইজ প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান মঙ্গলবার সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন,সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। এ সময় ভূমি মেলার সুফল সম্পর্কে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয় এবং উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেবা প্রত্যাশী লোকজন,সাংবাদিক ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য, রাখেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার ফারভেজ, সেনবাগ পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাজিম উদ্দিন খন্দকার, ছাত্রসমন্বয়ক প্রতিনিধি মেহরাব হোসেন প্রমুখ। অবহিত করণ সভা শেষে ভূমি বিষয়ে কুইজ প্রতিযোগীতায় বিজয় শিক্ষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ ঃ  ২৫ থেকে ২৭ মে পর্যন্ত তিনদিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে