চলমান গ্রাম আদালত সক্রিয়করণ (তয় পর্যায়) প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীন। গ্রাম আদালত সক্রিকরণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: শামসু উদ্দিন ও আজহারুল ইসলামের সার্বিক তত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা অংশগ্রহন করেন। প্রশিক্ষণে গ্রাম আদালত কি ধরনের বিচার করা যাবে এবং গ্রাম আদালতে আবেদন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নিবার্হী কর্মকর্তা শাহীনা নাছরীন বলেন , গ্রাম আদালত হল প্রাথমিক স্তরের বিচারকি প্রতিষ্ঠান।যা গ্রামীণ জনগনের জন্য দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করে। নির্ধারিত এখতিয়ার ও ক্ষমতার মধ্যে থেকে কিছু নিদিষ্ট দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তি করা যায়। ইউনিয়ন পয়ার্যে স্থানীয়ভাবে বিরোধ নিম্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে গ্রাম আদালত কাজ করে। সরকার এ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে নানা পদক্ষেপ নিচ্ছেন।