মোরেলগঞ্জে যুব রেড ক্রিসেন্টের ৩দিন ব্যাপী চিকিৎসা প্রশিক্ষন কর্মসূচীর উদ্ভোদন

এফএনএস (মোরেলগঞ্জ, বাগেরহাট) | প্রকাশ: ২৭ মে, ২০২৫, ০৭:২৭ পিএম
মোরেলগঞ্জে যুব রেড ক্রিসেন্টের ৩দিন ব্যাপী চিকিৎসা প্রশিক্ষন কর্মসূচীর উদ্ভোদন

বাগেরহাটের মোরেলগঞ্জে ২৭মে মঙ্গলবার বেলা ১০ টায় সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ যুব রেড ক্রিসেন্ট ইউনিট ২৭ থেকে ২৯ মে ২০২৫  তিন দিন ব্যাপী রেডক্রস/রেডক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্ভোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন।

আর ওয়াই সি এর ভারপ্রাপ্ত শিক্ষক, সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক কাউন্সিল এর সদস্য সচিব,সহকারী অধ্যাপক মোঃ ছবীর আহমেদ আখন্দ, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ নেছার উদ্দিন,ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান,সহকারী অধ্যাপক  মোঃ হায়দার আলী, বিএমটি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক মোঃ শাহজাহান হাওলাদার।

ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার এর উপস্থাপনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এইচ.এম শহীদুল আলম, জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বেদান্ত হালদার উপজেলা টীম লিডার  আব্দুল্লাহ ও ডেপুটি টীম লিডার মোঃ মোস্তাফিজুর রহমান। 

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট যুব ইউনিটের উপ যুবপ্রধান-২ মোঃ শরিফুল ইসলাম রনি ও ট্রেনিং বিভাগের প্রধান রাতুল কুমার শীল।

অনুষ্ঠানে প্রধান অতিথি এই প্রশিক্ষণ এর মাধ্যমে  ছাত্র ছাত্রীদের নৈতিক মানবীয় গুণাবলী সম্পন্ন গ্লোবাল সিটিজেন হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে