আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলায় দোকানের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে লাভলু সরদারের দোকানে এ চুরি হয়েছে।
ব্যবসায়ী লাভলু সরদার জানান, বেউলা জামতলা মোড়ে মায়ের দোয়া স্টোরে তার মুদিখানা দোকান আছে। সোমবার রাত্র ১১ টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকালে তার ছেলে মারুফ হোসেন দোকান খুলে দেখে মালপত্র তছনছ করা এবং চালের এ্যালবেস্টার কাটা। তাদের ধারনা চোরেরা এ্যালবেস্টার কেটে ভিতরে ঢ়ুকে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরি যাওয়া মালামালের অনুমানিক মূল্য ১২/১৪ হাজার টাকা হবে বলে তিনি জানান। এর আগেও আশপাশে কয়েকটি চুরির ঘটনা ঘটেছে বলে তিনি জানান। এব্যাপারে পুলিশের সহযোগিতা কামনা করেছেন ব্যবসায়ী লাভলু হোসেন।