"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫ সফলভাবে শেষ হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ভূমি মেলার শেষ দিনে জনসচেতনতামূলক সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাজস্ব অফিস গণপাঠাগার প্রাঙ্গনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
সাংবাদিক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজ পর্যায়ের ৯ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপজেলার আটটি ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ভূমি মালিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।