দীর্ঘ পাঁচ বছর পর

সাতকানিয়া সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবনের সংস্কার কাজ শুরু

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৮ মে, ২০২৫, ০১:৪৭ পিএম
সাতকানিয়া সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবনের সংস্কার কাজ শুরু

সাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবনের সংস্কার কাজ দীর্ঘ পাঁচ বছর পর শুরু হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সাতকানিয়া উপজেলা পরিষদের প্রশাসক মিল্টন বিশ্বাস ২৮ মে বুধবার এ ভবন সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন। তিনি ২০২৪-২০২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) খাত থেকে এ ভবন সংস্কারের জন্য এক লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেন বলে জানা যায়।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। অবশেষে পাঁচ বছর পর লাখ টাকা অর্থ বরাদ্দ পেয়ে সংস্কার কাজ শুরু হওয়ায় মহাখুশি পরিষদের সকল সদস্য। তারা ইউএনও মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

সাতকানিয়া উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, "দীর্ঘ পাঁচ বছর পর উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদ ভবনের সংস্কার কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ইউএনও মহোদয় সংস্কার কাজ উদ্বোধন করার পর থেকে নিরবচ্ছিন্নভাবে কাজ চলছে। আশাকরি শীঘ্রই সংস্কার কাজ শেষ হবে।"

উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল আমীর বলেন, "ভবনটি সংস্কারের জন্য বরাদ্দ প্রদান করায় ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ভবনের সংস্কার কাজ যাতে টেকসই ও মজবুত হয় সেজন্য আমরা নিয়মিত কাজের তদারকি করছি।"

আপনার জেলার সংবাদ পড়তে